সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

হাকিমপুরে ফেনসিডিলসহ একজন আটক 

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি 

হাকিমপুরে ফেনসিডিলসহ একজন আটক 

দিনাজপুরের হাকিমপুরে মোটরসাইকেলের সিটের নিচে ও ট্যাংকির ভিতরে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারের সময় নুরনবী (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। 

গত মঙ্গলবার রাতে উপজেলার বোয়ালদাড় নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নুরনবী উপজেলার মোল্লাবাজার গ্রামের রহমত আলীর ছেলে।  

হাকিমপুর থানা ওসি আবু ছাঁয়েম মিয়া জানান, আটক নুরনবী ভারত থেকে ফেনসিডিল পাচারের পর মোটরসাইকেলে করে নিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি ফোর্স উপজেলার বোয়লদাড় নামক স্থানে অভিযান পরিচালনা করে মোটরসাইকেলসহ তাকে আটক করে। 

এসময় মোটরসাইকেলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটক নুরনবীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০ টি মাদক মামলা রায়েছে। 

টিএইচ